লাইফ স্টাইল ১৩ এপ্রিল, ২০২৩ ১২:৫০

মজাদার চকলেট মগ কেক

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ জিভে জল আসার মত কেক এখন নিজেই তৈরি করুন ঘরে বসে। অনেক সময় দেখা যায় হঠাৎ কেক খাওয়ার ইচ্ছে জাগে।দোকানও খোলা নেই। সেই মুহূর্তে বাড়িতে মাত্র দুই মিনিটে তৈরি হয়ে যাবে মজাদার এই চকলেট মগ কেক।  চলুন তাহলে জেনে আসি। কিভাবে তৈরি করবেন এবং কি কি এর উপকরণ। 

 

উপকরণ

১. হাফ কাপ গুড় গুঁড়া

২. কাপ দুধ

৩.  হাফ কাপ মাখন 

৪. হাফ কাপ কোকো পাউডার

৫. ১ টেবিল চামচ ফলের লবণ

৬. ১ কাপ আটা 


এ সব উপকরণ একসাথে জোট করে যেভাবে তৈরি করবেনঃ  

প্রস্তুত প্রণালি 

একে একে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন প্রথমে। সুন্দর ভাবে মিস্ক করে নিন যাতে দলা পাকিয়ে না থাকে। ওভেনপ্রুফ কাপে মিশ্রণ ঢেলে নিন। কিন্তু পুরোপুরি ভর্তি করবেন না। বেক করতে দেয়ার আগে মাইক্রোওয়েভ ওভেন প্রিহিট করে নিন। এবার দুই মিনিটের জন্য মিশ্রণ বেক করতে দিন। তারপর নামিয়ে মনমতো সাজিয়ে পরিবেশন করুন।

আমাদের কাগজ/এমটি