আমাদের কাগজ ডেস্কঃ সামনে ঈদ। এ বছর সরকারি ও বেসরকারি কর্মচারী কর্মকর্তারা ৪ নাকি ৫ দিন ছুটি পাচ্ছেন, তা এখনো নিশ্চিত নয়। তবে এদিকে সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদুল ফিতরের ছুটি ঘোষণা ইতিমধ্যেই ঘোষণা করেছেন। আমিরাতের কেন্দ্রীয় মানবসম্পদ কর্তৃপক্ষের ঘোষণা অনুসারে এবার ঈদুল ফিতরের ছুটি থাকবে ২৯ রমজান থেকে ৩ শাওয়াল পর্যন্ত।
মধ্যপ্রাচ্যের দেশটিতে পবিত্র রমজান মাস শুরু হয়েছে গত ২৩ মার্চ থেকে।
আমিরাতের সরকারি ঘোষণা অনুসারে এ বছর রমজান যদি ২৯ দিনে শেষ হয়, তাহলে ২০ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত চারদিন ছুটি। আর যদি রমজান ৩০ দিনে শেষ হয়, তাহলে ছুটি হবে পাঁচদিন।
প্রসঙ্গত, ইসলামী ক্যালেন্ডারে মাসের শুরু বা শেষ হয় চাঁদ দেখার ওপর নির্ভর করে।
রমজান মাসে রোজা পালনকারী মুমিন-মুসলমানদের জন্য ধর্মীয় এ উৎসব চাঁদ দেখার ওপর নির্ভরশীল। চাঁদ দেখা সাপেক্ষে পালন করা হয় ঈদ। সে হিসেবে আজ বিশ্বের অনেকে দেশেই মানুষ ঈদ উদযাপন করবে।
আমাদের কাগজ/এমটি