ধর্ম ও জীবন ২১ এপ্রিল, ২০২৩ ০৩:৩৯

মাশরাফির পরিবারসহ সৌদি আরবে ঈদ উদযাপন

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার পরিবারসহ সৌদি আরবে ঈদ উদযাপন করছেন। পরিবারকে সঙ্গে নিয়ে পবিত্র ওমরাহ পালন শেষে সেখানেই ঈদ উল ফিতর উদযাপন করছেন সাবেক তারকা এই ক্রিকেটার। মাশরাফির সহধর্মিণী সুমনা হক সুমি স্বামী সন্তানদের সঙ্গে নিজের ফেসবুক প্রোফাইলে একটি ছবি প্রকাশ করে লিখেছেন, ঈদ মোবারক।

গত সোমবার হজ পালনের উদ্দেশে সৌদি আরবে উড়াল দিয়েছিলেন মাশরাফি। তবে কবে নাগাদ দেশে ফিরবেন সেটা এখনো নিশ্চিত করে জানা যায়নি।

চলমান ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএলে) মাশরাফি খেলছেন লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে। আসরে ১৬ উইকেট সংগ্রহ করে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন মাশরাফি। তার নেতৃত্বাধীন দল রূপগঞ্জ নিশ্চিত করেছে সুপার লিগের খেলা। ঈদের পর আগামী পহেলা মে মাঠে গড়াবে সুপার লিগ।

আমাদের কাগজ / এইচকে