আন্তর্জাতিক ২৬ এপ্রিল, ২০২৩ ০৫:২৯

ছত্তিশগড়ে নকশালদের হামলায় ১০ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ছত্তিশগড়ে নকশালদের হামলায় ১০ পুলিশ ও এক গাড়ি চালক নিহত হয়েছেন। বুধবার (২৬ এপ্রিল) নকশালবিরোধী এক অভিযান থেকে ফেরার পথে এই ঘটনা ঘটে। 

ছত্তিশগড়রে পুলিশ কর্মকর্তারা জানান, অভিযান শেষে বাসতার জেলায় পৌঁছালে বিস্ফোরকের (আইইডি) মাধ্যমে গাড়িটা উড়িয়ে দেওয়া হয়। ঘটনাস্থলেই গাড়িতে থাকা সবার মৃত্যু হয়। গোয়েন্দাদের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই ওই অভিযান পরিচালনা করা হয়েছিল বলেও জানান সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা। 

নিহত পুলিশ সদস্যরা স্থানীয় ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের (ডিআরজি) অন্তর্ভূক্ত। স্থানীয় আদিবাসী গোষ্ঠীর যুবকদের নিয়ে এটা গঠন করা হয়েছে। নকশালদের বিরুদ্ধে লড়তে তাদের বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 

ঘটনার পরপরই ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিৃবতিতে বলা হয়, অমিত শাহ ভুপেশ বাঘেলকে বলেছেন, আইইডি বিস্ফোরণে ১০ ডিআরজি সদস্যের নিহতের ঘটনা অত্যন্ত দুঃখজনক। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা। ভুক্তভোগীদের পরিবারকে সহায়তা করবে সরকার। 

এনডিটিভি জানায়, ছয় দশকের বেশি সময় ধরে ভারতের বিভিন্ন রাজ্যে আন্দোলন করছে নকশালরা। নকশালদের দাবি, অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে, গরিব-দুঃখি মেহনতি মানুষের পক্ষেই তারা আন্দোলন করছেন। 
গত শতকের সত্তুরের দশকে তুঙ্গে ওঠেছিল নকশাল আন্দোলন। বর্তমানে তা প্রায় মৃত। কিন্তু ছত্তিশগড়সহ দেশটির কিছু গহীন জঙ্গলে এখনও তাদের কিছু তৎপরতা রয়েছে। 

সূত্র: এনডিটিভি