আন্তর্জাতিক ২৭ এপ্রিল, ২০২৩ ০৪:৫১

এরদোয়ান অসুস্থ, নির্বাচনে জয় নিয়ে শঙ্কা

আমাদের কাগজ রিপোর্ট: তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ‍অসুস্থতায় ভুগছেন। পাকস্থলী সমস্যার কারণে মঙ্গলবার (২৫ এপ্রিল) একটি টিভি সাক্ষাৎকার শুরুর একটু পরই বাতিল করেন তিনি। 


এরপর বুধবারের তিনটি নির্বাচনী প্রচারণার কর্মসূচিও বাতিল করতে বাধ্য হয়েছেন দুই দশক ধরে ক্ষমতায় থাকা এরদোয়ান। এ অবস্থায় ১৩ মে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে ৬৯ বছর বয়সি এরদোয়ানের জয়লাভ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। 

আরব নিউজ জানায়, মঙ্গলবার যে টিভি সাক্ষাৎকারে এরদোয়ান উপস্থিত হয়েছিলেন, সেটি নির্ধারিত সময়ের ৯০ মিনিট পরে শুরু হয়। শুরুর ১০ মিনিটের মাথায় হঠাৎ করে বিজ্ঞাপনে চলে যায় টিভি চ্যানেলটি।

১৫ মিনিট পর আবারও ফিরে আসেন দর্শকদের কাছে। ক্ষমা চেয়ে এরদোয়ান বলেন, গতকাল ও আজ অনেক কঠিন পরিশ্রম হয়েছে। এ কারণে পাকস্থলীর ফ্লুতে আক্রান্ত হয়েছি। আমি আপনার ও দর্শকদের কাছে ক্ষমা চাচ্ছি। 

ওই সময় এরদোয়ানের চেহারা কিছুটা বিষন্ন ও মলিন দেখা যাচ্ছিল। তিনি দর্শকদের কাছে ক্ষমা চাওয়ার কিছুক্ষণ পরেই সাক্ষাৎকার অনুষ্ঠানটি শেষ করে দেওয়া হয়।

সূত্র : আরব নিউজ