আন্তর্জাতিক ৬ মে, ২০২৩ ০৬:৫৯

‘এটাই কি গণতন্ত্র?’

রাজা তৃতীয় চার্লসের অভিষেকের আগে রাজতন্ত্রবিরোধী নেতা গ্রেফতার

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: রাণী এলিজাবেথের ৭০ বছরের রাজত্বের অবসানের পর এবার যুক্তরাজ্যের রাজমুকুট পরলেন রাজা তৃতীয় চার্লস। এ দিন  শনিবার (৬ মে) জমকালো আয়োজনের মধ্য দিয়ে ব্রিটেনের ৪০তম রাজা হিসেবে অভিষেক হলো তার। এ দিকে রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের আগে যুক্তরাজ্যে গ্রেফতার করা হয়েছে রাজতন্ত্রবিরোধী একটি সংগঠনের শীর্ষনেতাকে। 

রিপাবলিক নামে ওই সংগঠনটি জানিয়েছে, তাদের নেতা গ্রাহাম স্মিথসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ(৬ মে) তৃতীয় চার্লসের মাথায় রাজমুকুট পরিয়ে দেন আর্চবিশপ ক্যান্টারবরি। এর আগে শপথ পাঠ করানো হয় নতুন রাজাকে। এছাড়া তৃতীয় চালর্সের জন্য বিশেষ প্রার্থনাও করেন তারা।

তথ্য অনুযায়ী, স্বর্ণের এই মুকুট তৈরি করা হয় ১৬৬১ সালে। টাওয়ার অব লন্ডনে যেসব সামগ্রী বা ক্রাউন জুয়েলস সংরক্ষিত আছে তার মধ্যে অন্যতম এই মুকুট। শুধু অভিষেক অনুষ্ঠানে রাজা বা রানি এই মুকুট পরে থাকেন।

এক টুইটে রিপাবলিক বলেছে, আজ সকালে গ্রাহাম স্মিথ ও আমাদের দলেল পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শত শত প্ল্যাকার্ড জব্দ করেছে। এটাই কি গণতন্ত্র?

এদিন রাজ্যাভিষেক অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগেই লন্ডনের ট্রাফালগার স্কয়ারের কাছে জড়ো হয়েছিলেন রিপাবলিকের সদস্যরা। রাজা তৃতীয় চার্লসকে উদ্দেশ্য করে ‘আমার রাজা নয়’ প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ করছিলেন তারা।

তৃতীয় চালর্সের রাজ্যভিষেকে উপস্থিত ছিলেন তার দুই ছেলে প্রিন্স উইলিয়াম ও হ্যারি। 

তবে ডিউক অফ সাসেক্সের স্ত্রী মার্কিন অভিনেত্রী মেগান মার্কেল অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন। 

এছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশের দুই হাজারেরও বেশি অতিথি অংশ নেন তৃতীয় চালর্সের রাজ্যাভিষেকে।

বিবিসি জানায়, স্থানীয় সময় সকাল ১০টায় রাজকীয় গাড়ি ডায়মন্ড জুবলি কোচে করে ওয়েস্টমিনস্টার অ্যাবে যান তৃতীয় চার্লস। সেখানে পৌঁছানোর পর অভিষেক অনুষ্ঠানে প্রার্থনা হয় যার মূল বার্তা ছিল- ‘আমি সেবা পেতে নয় বরং দিতে এসেছি’। এরপরই শপথ পড়ানো হয় তৃতীয় চার্লসকে, যা সাজানো হয় প্রশ্ন-উত্তরের মতো করে। 

উল্লেখ্য, ৭০ বছর পরে যুক্তরাজ্যে কারও রাজ্যাভিষেক হচ্ছে। দেশটিতে সবশেষ রাজ্যাভিষেক অনুষ্ঠান হয়েছিল ১৯৫৩ সালে, যখন রানি দ্বিতীয় এলিজাবেথের মাথায় মুকুট পরানো হয়েছিল। 

আমাদের কাগজ/এমটি