আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে এক ঘণ্টার মধ্যে আদালতে হাজির করতে দুর্নীতি দমন সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)-কে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
বৃহস্পতিবার সন্ধ্যায় পাকিস্তানের সুপ্রিম কোর্টের তিন সদস্যের একটি বেঞ্চের নির্দেশে তাকে আদালতে হাজির করা হয়। আল-কাদির ট্রাস্ট মামলায় গ্রেফতারের বিরোধিতা করে ইমরানের আবেদনের প্রেক্ষিতে এই নির্দেশ দেওয়া হয়। তিন বিচারপতির বেঞ্চে রয়েছে প্রধান বিচারপতি উমর আতা বান্দিলাল, বিচারপতি মুহাম্মদ আলি মাজহার ও বিচারপতি আতহার মিনাল্লাহ।
এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে জিও নিউজ।
শুনানিতে পাকিস্তানের প্রধান বিচারপতি বলেছেন, আজ একটি উপযুক্ত আদেশ দেবে আদালত। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
সুপ্রিম কোর্টের শুনানিতে ইমরান খানের আইনজীবী হামিদ খান বলেছেন, মঙ্গলবার ইসলামাবাদ হাইকোটে গ্রেফতার-পূর্ব জামিনের আবেদন করতে গিয়েছিলেন। বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা ছিল। সেখানে র্যাঞ্জাররা তার সঙ্গে অসদাচরণ করে এবং গ্রেফতার করে।
প্রধান বিচারপতি বান্দিয়াল আদালতের নথি পর্যালোচনা করে দেখতে পান শুনানির জন্য কোনও সময় নির্ধারণ করা হয়নি। তখন আইনজীবীরা জানান, বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন না হলে আদালতে আপিল দাখিলের সুযোগ নেই।
ডন নিউজ টিভি’র খবর অনুসারে, সর্বোচ্চ আদালতের আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। র্যাঞ্জার ও বোমা নিষ্ক্রিয়কারী দল মোতায়েন করা হয়েছে। পিটিআই নিজের কর্মী-সমর্থকদের সুপ্রিম কোর্ট থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে।
আমাদেরকাগজ/এইচএম