আন্তর্জাতিক ১২ মে, ২০২৩ ১২:৩৮

ইমরান ইস্যুতে বিপাকে পাকিস্তান সরকার

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

তুষার আহম্মেদ: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খাঁনের মেয়াদ শেষ হবার পর পরই টালমাটাল পাকিস্তান। অর্থনৈতিক সংকট থেকে শুরু করে রাজনৈতিক অস্থিরতার মধ্যেই কাটছিল সেখানকার জনজীবন। এবার এসব অস্থিরতার মধ্যেই আবারও প্রকাশ্যে পাকিস্তান সরকারের সঙ্গে সুপ্রিমকোর্টের মতবিরোধ। ইমরান খানের গ্রেফতার ইস্যুতে সর্বোচ্চ আদালতের অবস্থান বিপাকে ফেলেছে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে। 

এর আগে ইমরান খাঁন এ ক টুইটে তিনি বলেছেন, তার বিরুদ্ধে বিরোধ দেখা দিয়েছে। যে কোন সময় আটক হতে পারেন তিনি। 

ক্ষমতাসীনদের অনেকেই প্রকাশ্যে আদালতের সমালোচনাও করছেন। প্রশ্ন উঠেছে— সরকারের কর্তৃত্ব নিয়েও। খবর রয়টার্সের।

ইমরান খানকে গ্রেফতার ইস্যুতে যখন টালমাটাল পাকিস্তান, তখনই দৃশ্যপটে দেশটির সুপ্রিমকোর্ট। ইসলামাবাদ হাইকোর্ট বৈধ বললেও পিটিআইপ্রধানকে গ্রেফতার বেআইনি বলছেন সর্বোচ্চ আদালত।

এই রায়ে স্পষ্ট হলো— পাকিস্তান সরকার ও সুপ্রিমকোর্টের মতবিরোধ। ইমরান সমর্থকরা বিজয় উৎসব করলেও প্রকাশ্যেই সর্বোচ্চ আদালতের সমালোচনা করছেন ক্ষমতাসীনদের অনেকেই। মনে করা হচ্ছে, সুপ্রিমকোর্টের এই রায়ে প্রশ্নের মুখে পড়েছে পাক সরকারের কর্তৃত্ব, চাপে ফেলবে দেশটির সামরিক বাহিনীকেও।

প্রসঙ্গত, পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা নিরসনে, সুপ্রিমকোর্টের হস্তক্ষেপ এই প্রথম নয়। এর আগেও কয়েকবার সরকারের মুখোমুখি দাঁড়ায় সর্বোচ্চ আদালত। যদিও কেউ কেউ বলছেন, এতে স্পষ্ট হয়েছে— দেশটির বিচার বিভাগের স্বাধীনতা।

এদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারের পরই দেশটিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। চলমান সহিংসতায় এখন পর্যন্ত চারজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া ইমরান খানের কয়েকশ সমর্থককে গ্রেফতারে ঘটনা ঘটেছে। খবর জিও নিউজের।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরানকে খানকে গ্রেপ্তার বেআইনি বলে জানিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। আল কাদির ট্রাস্ট মামলায় তাকে তাৎক্ষণিকভাবে ছেড়ে দেওয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দেশটির সর্বোচ্চ আদালত এমন নির্দেশ দেয়। 

এর আগে সুপ্রিম কোর্ট ইমরান খানকে এক ঘণ্টার মধ্যে আদালতে হাজির করার নির্দেশ দেন। পরে ইমরান খানকে ব্যাপক নিরাপত্তার মধ্যে দিয়ে আদালতে হাজির করা হয়। 

ইমরান খানকে আদালত প্রাঙ্গন থেকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে তাতে পাকিস্তানের বিচাবিভাগের সম্মানহানি ঘটেছে। এমন মন্তব্য করেছেন দেশটির প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল। তার এমন মন্তব্যের পরই ইমরান খানকে এক ঘণ্টার মধ্যে আদালতে হাজির করার নির্দেশনা দেওয়া হয়। 

দুই মামলার জামিন নিতে গিয়ে গত ৯ মে গ্রেপ্তার হন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান।

আমাদের কাগজ/এমটি