দুর্যোগ ১৪ মে, ২০২৩ ১২:১০

সুপার সাইক্লোনে পরিণত হয়েছে মোখা, ১১ নম্বর মহাবিপদ সংকেত

নিজস্ব প্রতিবেদক: সুপার সাইক্লোনে রূপ নিয়েছে মোখা। শনিবার (১৩ মে) রাত ৯টার সময় অতিপ্রবল ঘূর্ণিঝড়টি সুপার সাইক্লোনে রূপ নিয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার।

ফেসবুকের এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ।

কোনো ঘূর্ণিঝড়ে বাতাসের গতিবেগ যদি ঘণ্টায় ২২০ কিলোমিটারের বেশি হয়ে থাকে তাহলে সেটিকে সুপার সাইক্লোন বলা হয়।

এছাড়া, রাত সাড়ে ১১টায় জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের ওয়েবসাইটে গিয়ে দেখা গেছে, মোখার কারণে ১১ নম্বর মহা বিপৎসংকেত জারি করেছে সংস্থাটি। অর্থাৎ আবহাওয়া বিপৎসংকেত প্রদানকারী কেন্দ্রের সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং আবহাওয়া অত্যন্ত দুর্যোগপূর্ণ বলে মনে করছেন স্থানীয় কর্মকর্তারা।

মোস্তফা কামাল পলাশ এক পূর্বাভাসে জানিয়েছেন, রাত ৩টা থেকে ভোর ৬টার মধ্যে ঘূর্ণিঝড় মোখার অগ্রবর্তী অংশ সেন্টমার্টিন দ্বীপে আঘাত হানতে শুরু করবে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রের ৮০ থেকে ৯০ শতাংশই কক্সবাজার জেলার ওপর দিয়ে অতিক্রম করতে পারে বলে সতর্ক করেছেন এ গবেষক।

এদিকে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসেও বলা হয়েছে, মোখা বর্তমান গতিতে অগ্রসর হতে থাকলে শনিবার মধ্যরাত নাগাদ কক্সবাজার, চট্টগ্রাম ও বরিশালসহ তৎসংলগ্ন এলাকায় প্রভাব ফেলতে শুরু করতে পারে। এর ফলে প্রবল বাতাস, বৃষ্টি ও ঢেউ উপকূলে আঘাত হানবে, যা বিধ্বংসী পরিণতি বয়ে আনতে পারে বলে ‍হুঁশিয়ারি দিয়েছে কর্তৃপক্ষ।

এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজারসহ এ অঞ্চলের সবাইকে সরকারি নির্দেশনা মেনে নিরাপদ আশ্রয় থাকার জন্য অনুরোধ করা হয়েছে।


আমাদেরকাগজ/এইচএম