আন্তর্জাতিক ১৬ মে, ২০২৩ ১০:১২

বিতর্কিত সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’ ঘিরে শতাধিক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক: বিতর্কিত সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট ঘিরে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্যে সাম্প্রদায়িক সংঘর্ষে একজন নিহত ও আটজন আহত হওয়ার পর শতাধিক লোক গ্রেপ্তার করা হয়েছে। খবর বিবিসি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষ ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে এবং কারফিউ জারি করেছে। সংঘর্ষে আহতদের মধ্যে একজন নারী কনস্টেবলও রয়েছেন।  
 
পুলিশ বলছে, সংঘর্ষ প্রথমে ঘটে শনিবার, যখন একটি সম্প্রদায়ের লোকেরা সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমা নিয়ে একটি পোস্ট ঘিরে আকোলায় পুলিশ স্টেশনের বাইরে জমা হন।   

খবরে বলা হয়েছে, দুই বাসিন্দার মধ্যকার কথোপকথনের একটি স্ক্রিনশন তাদের একজন ইনস্টাগ্রামে শেয়ার করেন। পুলিশের এক কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ওই কথোপকথনে অন্যজনের কিছু বার্তা ছিল যা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। তবে বিস্তারিত কিছু জানাননি তিনি।  

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধের দপ্তর শান্তির অনুরোধ জানিয়েছে এবং রাজ্য পুলিশকে বলেছে, যারা সহিংসতায় অংশ নেবে, তাদের বিরুদ্ধে যেন কঠোর পদক্ষেপ নেওয়া হয়।


আমাদেরকাগজ/এইচএম