লাইফ স্টাইল ১৮ মে, ২০২৩ ১১:৩৪

চুলের যত্ন নিতে যা করবেন

আমাদের কাগজ ডেস্ক : চুলে খুশকি, চুল পড়ার পাশাপাশি চুলের রুক্ষতা দূর করতে সপ্তাহে অন্তত একবার নারিকেল তেল চুলে ব্যবহার করলে চুলের শুষ্কতা দূর হবে।

প্রথমে একটি পাত্রে পরিমাণ মতো নারিকেল তেল নেবেন। পরে কুসুম গরম করে ঘষে ঘষে লাগান চুলের গোড়া থেকে আগা পর্যন্ত। এভাবেই সারারাত রাখবেন। সকালে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল।

সপ্তাহে দুইবার চুলে এভাবে ব্যবহার করুন নারিকেল তেল। মাথার ত্বকের জীবাণু দূর করে নারিকেল তেলে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান। চুলের আগা ফাটা রোধ করে। প্রাকৃতিকভাবে চুলে ময়েশ্চার ফিরিয়ে আনে নারিকেল তেল। খুশকি দূর করতে পারে গরম নারিকেল তেল। নিয়মিত ব্যবহারে চুলে ফিরে আসে উজ্জ্বলতা।

আমাদেরকাগজ / এইচকে