আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, পাকিস্তানে নজিরবিহীন অভিযান চলছে। আমাকে আবার গ্রেপ্তার করা হতে পারে। বৃহস্পতিবার ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
এদিকে, বুধবার থেকে ইমরান খানের লাহোরের জামান পার্কের বাড়িটি ঘিরে রাখা হয়েছে। পাঞ্জাবের তত্ত্বাবধায়ক সরকারের তথ্যমন্ত্রী আমির মির বলেছেন, ইমরানকে খানকে পুনরায় গ্রেপ্তারের কোনো পরিকল্পনা নেই। তার বাড়িতে ৩০ থেকে ৪০ জন সন্ত্রাসীকে লুকিয়ে রাখা হয়েছে। আমরা চাই ইমরান বাড়িতে লুকিয়ে থাকা সন্ত্রাসীদের হস্তান্তর করুক। এ বিষয়ে ইমরান বলেন, এটা একেবারেই বাজে কথা।
বুধবার সন্ত্রাসীদের তুলে দিতে ইমরান খানকে ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুর ২টায় এ সময় শেষ হয়। এরপর ইমরান খান ডয়চে ভেলের সঙ্গে কথা বলেন।
ইমরান খান বলেন, পিটিআয়ের সিনিয়র নেতারা কারাগারে আছেন, তারা আদালত থেকে জামিন পেয়ে বেরিয়ে আসেন। আবার তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, আমরা যেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারি, সেজন্য দলকে গুঁড়িয়ে দিতে এটা করা হয়েছে।
পিটিআই চেয়ারম্যান বলেন, আমাদের সাড়ে সাত হাজার কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা জানি না কী হচ্ছে?
অন্যদিকে, আল কাদির ট্রাস্ট মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইমরান খানকে তলব করেছে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)। ইমরান খানকে দেওয়া তলব নোটিশে আজই হাজির হতে বলা হয়েছে।
গত ৯ মে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ইসলামাবাদ হাইকোর্ট ভবন থেকে ইমরান খানকে গ্রেপ্তার করে দেশটির আধা-সামরিক বাহিনী রেঞ্জার্স এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো’র (ন্যাব) একটি যৌথ দল। এর পরপরই নজিরবিহীন বিক্ষোভে ফেটে পড়ে পুরো পাকিস্তান। দেশজুড়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘাত শুরু হয় পিটিআই নেতাকর্মীদের। রাজধানী ইসলামাবাদসহ পাকিস্তানের চারটি প্রদেশের বিভিন্ন শহরে রাষ্ট্রীয় বিভিন্ন ভবন, সেনানিবাস ও সেনাদফতরেও হামলা চালায় বিক্ষুব্ধ জনতা।
আমাদেরকাগজ/এইচএম