স্বাস্থ্য সেবা ২১ মে, ২০২৩ ০৭:২০

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩৩

নিজস্ব প্রতিবেদক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গতে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে আরও ৩৩ জন এই সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার, ২১ মে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যে এই কথা জানানো হয়েছে।

চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১৩ জন। নতুন ৩৩ জনসহ এ বছর ডেঙ্গু আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৪৭ জনে। এর মধ্যে ঢাকায় ৮৯৪ জন এবং ৫৫৩ জন ঢাকার বাইরের।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১৫১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১২৫ জন এবং অন্যান্য বিভাগে ২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

অন্যদিকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২৮৩ জন। এর মধ্যে ঢাকায় ৭৫৯ ও ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ৫২৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আমাদেরকাগজ / এইচকে