শিল্প ও সাহিত্য ১ আগস্ট, ২০১৯ ০৬:০০

বঙ্গবন্ধু

বঙ্গবন্ধু

বন্ধু তাকেই বলে।
যে বন্ধুর দুঃখে কাঁদে,
ছটফট করে যে সদা
বন্ধুর আর্তনাদে।।

বাঙালির এক বন্ধু ছিল
শেখ মুজিব তার নাম,
বাঙালি জাতির চিন্তায় যার
ললাটে ঝরেছে ঘাম।

মুক্তির স্বাদ এনেছেন তিনি।
পরাধীন এই দেশে,
তাঁর চোখ সদা জলে ভরতাে
বাঙ্গালির দুঃখ ক্লেশে।

আজীবন তাঁর সংগ্রাম ছিলাে
জাতিকে দিতে সুখ,
বাঙ্গালি জাতির মুক্তি দেখে
ভরেছিল তাঁর বুক।

তাঁর বুক ছিল বাঙ্গালির তরে।
শত মমতার সিন্ধু,
বাঙ্গালি তাই ভালােবেসে তারে
ডেকেছে বঙ্গবন্ধু।

লেখকঃ কামরুজ্জামান কফিল