আন্তর্জাতিক ২২ মে, ২০২৩ ০৯:১৪

আকাশ থেকে আছড়ে পড়া বস্তু নিয়ে চাঞ্চল্য সৃষ্টি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় এলাকায় আকাশ থেকে জঙ্গলে আছড়ে পড়েছে বিশালাকৃতির ধাতব বস্তু। আর তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে পুরো এলাকায়। ধাতব বস্তুটি ঘিরে রেখেছে পুলিশ।

আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটেছে। 

স্থানীয় বাসিন্দাদের সূত্র দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, আজ দুপুরে জঙ্গলে বিকট আওয়াজ শুনতে পান গোয়ালতোড়ের ধামোচা এলাকার বাসিন্দারা। পরে তারা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, একটি বিশাল ধাতব বস্তু পড়ে রয়েছে। মাটিতে পড়ার জেরে ওই বস্তুটি কিছুটা ভেঙেও গেছে। বস্তুটি কী তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে কৌতূহল তৈরি হয়। অনেকেই বস্তুটি দেখতে ভিড় জমান।

এরপর স্থানীয় বাসিন্দারা থানায় খবর দিলে পুলিশ এসে ওই বস্তুটি ঘিরে ফেলে। কলাইকুণ্ডা যুদ্ধবিমান ঘাঁটিতেও খবর দেওয়া হয়। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, আকাশ থেকে পড়া ওই ধাতব বস্তুটি যুদ্ধবিমানের অতিরিক্ত অয়েল ট্যাংকার।

পশ্চিম মেদেনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, ‘একটি অয়েল ট্যাংকার উদ্ধার করা হয়েছে। বিষয়টি বিমানবাহিনীকে জানানো হয়েছে।’


আমাদেরকাগজ/এইচএম