খেলাধুলা ২৫ মে, ২০২৩ ০৮:১৮

জ্যোতির ঝোড়ো সেঞ্চুরিতে রুপালি ব্যাংকের বড় জয়

স্পোর্টস ডেস্ক : ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগে উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে রূপালি ব্যাংকের মুখোমুখি হয়েছিল গুলশান ইয়ুথ ক্লাব। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২ উইকেট হারিয়ে নিগার-ফারজানার ব্যাটে ভর করে ২৮৬ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় রুপালি ব্যাংক। লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেটে ১৩৮ রান পর্যন্ত তুলতে পারে গুলশান ইয়ুথ। ফলে ১৪৮ রানের জয় নিয়েই মাঠ ছাড়ে রূপালি ব্যাংক। ঝোড়ো সেঞ্চুরিতে ম্যাচসেরা হয়েছেন নিগার সুলতানা জ্যোতি।

বৃহস্পতিবার, ২৫ মে ফতুল্লায় টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে রূপালি ব্যাংক। এদিন ৭৬ বলে ১২ বাউন্ডারিতে অপরাজিত ১০০ রানের ইনিংস খেলেন অধিনায়ক জ্যোতি। তার সঙ্গে ১০৭ বলে ৯২ রানের অপরাজিত ইনিংস উপহার দেন ফারজানা হক পিংকি। তৃতীয় উইকেট জুটিতে ১৭১ রান যোগ করেন এই দুই ব্যাটার। এ ছাড়া ওপেনার সাথী রানীর ৩৯ ও ফারজানা আক্তার লিসার ৪৪ রানের সুবাদে ২৮৬ রানের পুঁজি পায় দলটি।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় গুলশান ইয়ুথ। ইনিংসের মাত্র ১১ রানেই ৩ উইকেট হারিয়ে বসে দলটি। এরপর অধিনায়ক শারমিন সুলতানার ৪০ ও লেকি চাকমার ৫৮ রানের ইনিংসের পর লড়াইয়ে ফিরতে পারেননি গুলশান ইয়ুথ। বাকি ব্যাটারদের মধ্যে কেবল শিরিন আক্তারই দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পেরেছেন।

রূপালি ব্যাংকের হয়ে নাহিদা আক্তার, আশরাফি ইয়াসমিন ও শরিফা খাতুন দুটি করে উইকেট নিয়েছেন। দিনের আরেক ম্যাচে কলাবাগান ক্রীড়াচক্রকে ৩২ রানে হারিয়েছে শিরোপাধারী মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং সিটি ক্লাবকে ৬৬ রানে হারিয়েছে বিকেএসপি।


আমাদেরকাগজ / এইচকে