???????? ২৫ মে, ২০২৩ ০৮:৫৪

জামাই ষষ্ঠীতে লিটন দাস

স্পোর্টস ডেস্ক : দেশের ক্রিকেটে অন্যতম সেরা ওপেনার লিটন দাস। গণমাধ্যমে গুঞ্জন, ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সফরের একমাত্র টেস্টে তার কাঁধেই নেতৃত্বভার উঠতে যাচ্ছে। এবার এই সিরিজ শুরুর আগে জামাই ষষ্ঠী নিলেন টাইগারদের টেস্ট ফরম্যাটের সহ-কাপ্তান লিটন দাস। ষষ্ঠীতে আশীর্বাদ গ্রহণের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন দেশসেরা এ স্টাইলিশ ব্যাটার। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘জামাই ষষ্ঠী’।

জামাই ষষ্ঠী বাংলার লোকসংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। আদিকাল থেকেই সনাতন সম্প্রদায়ে এই প্রথা লোকাচার হিসেবেই পালিত হচ্ছে।

ষষ্ঠীতে হরেক রকমের ফল আর বিভিন্ন উপকরণ দিয়ে ডালা সাজিয়ে লিটনকে আশীর্বাদ করেন তার শাশুড়ি। কয়েক রকমের মিষ্টি, কেক, মুরগির মাংস, পিঠা, মাছ ইত্যাদিতেও সাজানো উপকরণে লিটনকে আশীর্বাদ করেন তিনি (শাশুড়ি)।

আমাদেরকাগজ / এইচকে