সারাদেশ ২৬ মে, ২০২৩ ১০:৪২

আবাসিক হোটেলে নারীসহ আটক ৪

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: বরগুনার বেতাগী পৌরশহরের মাছ বাজার এলাকায় একটি ‘ফাইভ স্টার’ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারীসহ ৪ জনকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগ পাওয়া গেছে তাদের বিরুদ্ধে। 

বৃহস্পতিবার (২৫ মে) বিকেল সাড়ে ৫টার দিকে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়।

আটককৃতরা হলেন, জাহিদুল (৩৫) ও এক নারী (২৫)। হোটেলের একটি কক্ষ থেকে তাদের গ্রেফতার করেন ববে জানান পুলিশ। 

এ ঘটনায় পরে হোটেলের মালিক বাচ্চু আকন (৫২) ও তার সহযোগী আলামিনকে (৪০) আটক করে বরগুনা ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

অভিযান শেষে বরগুনা জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করি। এ অভিযানে অনৈতিক কাজে লিপ্ত থাকায় চারজনকে আটক করা হয়। বর্তমানে আমরা হোটেলটি তালাবদ্ধ করে রেখেছি। আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, আটকের সময় ওই কক্ষ থেকে যৌন উপকরণ উদ্ধার করে ডিবি পুলিশ।

আমাদের কাগজ/এমটি