আন্তর্জাতিক ২৮ মে, ২০২৩ ০৯:১৭

জয় নিয়ে আত্মবিশ্বাসী এরদোয়ানের সমর্থকরা

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কে দ্বিতীয় ধাপে চলছে প্রেসিডেন্ট নির্বাচন। রোববার (২৮ মে) তুরস্কের স্থানীয় সময় সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, যা বিকেল ৫টায় শেষ হয়েছে। এরই মধ্যে ইস্তাম্বুলে ভোট দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কিলিচদারগলু ভোট দিয়েছেন আঙ্কারায়।

এদিকে নির্বাচনে জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী দেখা গেছে প্রেসিডেন্ট এরদোয়ানের সমর্থকদেরও। প্রথম দফার ভোটে তৃতীয় স্থানে থাকার জাতীয়তাবাদী দলের নেতা সিনান ওগানের সমর্থন পাওয়ায় জয়ের পাল্লা কিছুটা ভারী হয়েছে তুর্কিশ নেতা এরদোয়ানের।

মুরাত সার্ক নামের একজন জানিয়েছেন, এরদোয়ান প্রথম ধাপে সবাইকে অবাক করে দিয়েছেন। আমি মনে করি এবার তিনি সহজেই ৫৫ শতাংশের বেশি ভোট নিয়ে জয়ী হবেন।

ভোট দেওয়ার পর ৪৫ বছর বয়সী এই ব্যক্তি বলেন, আমাদের এমন একজন নেতা দরকার যিনি বর্তমান অর্থনৈতিক অবস্থাকে দূর করবে। এরদোয়ান একমাত্র নেতা যিনি বিশ্ব মঞ্চে তুরস্কের প্রতিনিধিত্ব করতে পারেন এবং আমাদের স্বার্থ দেখাতে পারেন।

এদিকে প্রথম রাউন্ডে দ্বিতীয় স্থানে থাকা সত্ত্বেও রোববারের ভোটে কিলিচদারোগলুর সমর্থকদের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী দেখা গেছে।

এই সমর্থকদের একজন আলী মার্ত। তিনি বলেন, পুরো দেশ ক্ষমতার পরিবর্তন চায়। কারণ তারা দেশে মানুষের অধিকার, ন্যায়বিচার ও আইনের শাসন চায়।

রোববার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে তা শেষ হয়েছে বিকেল ৫টায়। তুরস্কের ইতিহাসে প্রেসিডেন্ট নির্বাচনে প্রথমবারের মতো রান-অফ ভোট অনুষ্ঠিত হয়েছে। এবারে দেশটিতে ভোটার ছিলেন ৬ কোটি ৪০ লাখ মানুষ।

তুরস্কে বুথ ফেরত জরিপের ফল প্রকাশের ব্যবস্থা নেই। তবে প্রাথমিক ফল আর কয়েক ঘণ্টার মধ্যে আসতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নির্বাচনের ফল গণমাধ্যমে প্রকাশের ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার কথা রয়েছে।

বিদেশে বসবাসরত তুর্কি নাগরিকরাও তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বিশ্বের ৭৩টি দেশ থেকে প্রায় ১৯ লাখ তুর্কি নাগরিক ভোট দিয়েছেন।