আন্তর্জাতিক ৪ জুন, ২০২৩ ১১:১৬

দক্ষিণ আফ্রিকায় হোস্টেলে বন্দুকধারীর হামলা, নিহত ৭ 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকার এক হোস্টেলে বন্দুকধারীর এলোপাথাড়ি গুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার (৩ জুন) দক্ষিণ আফ্রিকার ডারবানের কোয়াজুলু-নাটালে এই হামলার ঘটনা ঘটেছে বলে যায়। এতে অন্তত সাত জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে দুই জন।

নেদারল্যান্ডভিত্তিক সংবাদ সংস্থা বিএনও নিউজের খবরে এ তথ্য জানানো হয় । 

সংবাদ সংস্থাটি জানায়, বন্দুকধারীরা আচমকা প্রকাশ্যে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। এর ফলে কমপক্ষে সাতজন মানুষের মৃত্যু হয়।

দেশটির মুখপাত্র জে নাইকার বলেছেন, উমলাজিতে পুলিশ সাতটি হত্যা এবং দুটি হত্যার চেষ্টার একটি মামলা দায়ের করেছে।

তিনি জানান, কেন গুলি চালানো হয়েছে সে বিষয়টি এখনও জানা যায়নি। ঘটনা তদন্তের জন্য প্রাদেশিক টাস্ক টিমের গোয়েন্দাদের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে কোয়াজুলু-নাটালের পুলিশ জানিয়েছে, নয়জন ব্যক্তি শনিবার ভোরে হোস্টেলে মদ্যপান করছিলেন। তখন অজানা বন্দুকধারী ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার আগে তাদের উপর গুলি চালায়। সাতজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়।

আমাদেরকাগজ/এমটি