আন্তর্জাতিক ৪ জুন, ২০২৩ ১১:৪৮

ট্রেন দুর্ঘটনায় দায়ীদের কঠোর শাস্তি: মোদি

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ওড়িশার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় জড়িতদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।এর আগে, তিন ট্রেনের দুর্ঘটনায় হবে হয়। শনিবার ঘটনাস্থল বাহাঙ্গা বাজার স্টেশনে গিয়ে তিনি এ কথা জানান বলে এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এরও আগে, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় ট্রেন দুর্ঘটনাটি হয়। 

ভারতে দুই দশকের বেশি সময়ের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ওই ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ২৮৮ জন নিহত ও এক হাজার এক শর বেশি যাত্রী আহত হন।

মোদি জানান,‘এটি বেদনাদায়ক ঘটনা। আহতদের চিকিৎসার জন্য সম্ভাব্য সবকিছু করবে সরকার। এটি মারাত্মক ঘটনা।
‘সব দিক থেকে তদন্তের জন্য নির্দেশনা দেয়া হয়েছে। দোষীদের কঠোর শাস্তি দেয়া হবেও বলে জানান তিনি। ’

ওড়িশার রাজধানী ভুবনেশ্বর থেকে প্রায় ১৭০ কিলোমিটার উত্তরে বালেশ্বরের বাহাঙ্গা বাজারে বিমান বাহিনীর উড়োজাহাজে করে যান মোদি। তিনি বালেশ্বর জেলা হাসপাতালে আহত যাত্রীদের দেখে আসেন।

ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণু ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মোদি। এ ছাড়া ঘটনাস্থল থেকে মন্ত্রিপরিষদ সচিব ও স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন তিনি।

আমাদেরকাগজ/এমটি