আন্তর্জাতিক ১০ জুন, ২০২৩ ১০:৪৬

সংসদ থেকে পদত্যাগ করবেন বরিস জনসন

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি আরও বলেন,পার্লামেন্ট ত্যাগ করা খুবই দুঃখজনক। তবে আমি আতঙ্কিত,অগণতান্ত্রিকভাবে পক্ষপাতমূলক কমিটির প্রতিবেদনের ভিত্তিতে আমাকে বহিষ্কার করা হতে পারে।

জানা যায়,‘পার্টি গেট’ কেলেঙ্কারির ঘটনায় তার বিরুদ্ধে দেওয়া তদন্ত প্রতিবেদনের জেরে তিনি এ সিদ্ধান্ত নেন। শনিবার (১০ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি। 

বিবৃতিতে বরিস বলেন, তারা এখনও কোনো প্রমাণ তৈরি করতে পারেনি যে, ‌‌আমি জেনেশুনে বা বেপরোয়াভাবে সেই বিধি ভঙ্গ করেছি।

২০২০–২০২১ সালে করোনা মহামারি চলাকালীন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন বরিস জনসন। তখন করোনার বিধিনিষেধ না মেনে নিজ কার্যালয়ে একাধিক পানাহারের আয়োজন করেন।

এ ঘটনাই ‘পার্টি গেট’ কেলেঙ্কারি। পরে অভিযোগকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন তিনি।

আমাদেরকাগজ/এমটি