আন্তর্জাতিক ১১ জুন, ২০২৩ ০১:৫৩

ইউক্রেনকে অর্থ সহায়তার ঘোষণা যুক্তরাজ্যের

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: ইউক্রেনকে ২০ মিলিয়ন ডলার মানবিক অর্থ সহায়তা ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য এই সহায়তা দেয়া হচ্ছে। খবর আল-জাজিরার।

গত মঙ্গলবার (৬ জুন) রাশিয়ার অধিকৃত খেরসনের নোভা কাখোভকা বাঁধ আংশিক গুড়িয়ে যায়। এতে বন্যা সৃষ্টি হয়েছে নোভা কাখোভকা শহরে। বন্যার পানিতে ডুবে আটজন মারা গেছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত হয় দেশটির সাধারণ জনগণ। 

যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভলপমেন্ট অফিস এক বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেনের বেসামরিক নাগরিকদের সহায়তার জন্য এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বিশেষ করে বন্যা দূর্গত এলাকার ৩২ হাজার বাসিন্দা, সম্মুখ যোদ্ধা এবং যারা ঘরবাড়ি ছেড়ে অন্য এলাকায় চলে গেছেন তাদের জন্য। 

বিবৃতিতে জানানো হয়, এছাড়াও যুক্তরাজ্য ইউক্রেনকে নৌকা, কমিউনিটি ওয়াটার ফিল্টার, পানির পাম্প ও ওয়াডার (পানি প্রতিরোধী নৌকা) দিয়েছে। আগামী সপ্তাহের মধ্যে এইসব সরঞ্জাম ইউক্রেনে পৌঁছাবে।

 এছাড়াও বন্যার পানিতে ১৭টি বসতি ও ২২ হাজার ২৭৩টি ঘরবাড়ি প্লাবিত হয়ে গেছে। বন্যা শুরু হওয়ার পর থেকে ওই এলাকা থেকে ২৪৩জন শিশুসহ ৫ হাজার ৮০০ জনেরও বেশি মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। বন্যার পানি আরও ১০দিন থাকবে বলে শঙ্কা প্রকাশ করেছেন মস্কোর ‍নিযুক্ত খেরসনের প্রধান ভ্লাদিমির সালদো।
 

আমাদেরকাগজ/এমটি