আন্তর্জাতিক ১৭ জুন, ২০২৩ ০৪:৩০

এমপি পদ হারিয়ে পত্রিকায় কলামিস্টের চাকরি পেলেন বরিস জনসন

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন,করোনা মহামারীর সময়ে লকডাউনের বিধিনিষেধ উপেক্ষা করে সরকারি বাসভবনে নেতাকর্মী-বন্ধুদের নিয়ে পার্টি করেছিলেন, যা পার্টিগেট কেলেঙ্কারি নামে পরিচিত। এর জেরে প্রথমে প্রধানমন্ত্রিত্ব হারান।  

জানা যায়, মন্ত্রিত্বের পর ওই একই কারণে হারাতে হয় নিজের সংসদ সদস্য (এমপি) পদও।

তবে কেমন আছেন তিনি ? এমন প্রশ্ন মনে আসতেই পাওয়া গেল নতুন আভাষ। জানা গেল ক্ষমতা হারানো সেই বরিস জনসন এখন যুক্তরাজ্যের দৈনিক পত্রিকা ডেইলি মেইলে কলামিস্টের চাকরি পেয়েছেন। এখন থেকে প্রতি শনিবার পত্রিকাটির জন্য কলাম লিখবেন তিনি। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ডেইলি মেইল।

পাঠকদের আকৃষ্ট করতে বিবৃতিতে বলা হয়েছে, “আপনি বরিসকে পছন্দ করুন কিংবা না করুন— এটা (বরিসের কলাম) আপনাকে পড়তে হবে। সরকারে আসীন ব্যক্তিবর্গ ও বিশ্বের লাখ লাখ মানুষ— সবার জন্যই এটা প্রযোজ্য।” সূত্র: (ডেইলি মেইল)

উল্লেখ্য, জনসন ১৯৬৪ সালের ১৯শে জুন ম্যানহাটনের আপার ইস্ট সাইডে ব্রিটিশ পরিবারে জন্মগ্রহণ করেন। মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ ও নিউ ইয়র্ক সিটির ব্রিটিশ কনস্যুলেটে তার জন্ম নিবন্ধন হয়েছিল, ফলে তিনি মার্কিন ও ব্রিটিশ উভয় নাগরিকত্ব লাভ করেন। তার পিতা স্ট্যানলি জনসন সে সময়ে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি শাস্ত্রে অধ্যয়নরত ছিলেন।

তার প্র-পিতামহ ছিলেন সার্কাসীয়-তুর্কি সাংবাদিক আলি কেমাল, তিনি ধর্মনিরপেক্ষ মুসলমান ছিলেন। পিতার দিক থেকে তিনি ইংরেজি ও ফরাসি বংশোদ্ভূত।  

আমাদেরকাগজ/এমটি