আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম উগান্ডার একটি স্কুলে আইএসের সঙ্গে সংশ্লিষ্ট উগ্রবাদীদের আক্রমণে ৪০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশিরভাগই ছাত্র ছিল।
শুক্রবার স্থানীয় সময় (আনুমানিক) রাত ১১টা ৩০ মিনিটে পশ্চিম উগান্ডার কাসেস জেলার ওই স্কুলে হামলার ঘটনা ঘটে। ৬০ জনেরও বেশি শিক্ষার্থী ওই স্কুলে পড়াশোনা করত। তাদের অধিকাংশই সেখানে থাকতেন।
দেশটির জাতীয় পুলিশের মুখপাত্র ফ্রেড এনাঙ্গা জানিয়েছেন, অনেক মৃতদেহকে বাভেরা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ফ্রেড এনাঙ্গা বলেন, এডিএফ বিদ্রোহীরা একটি ছাত্রাবাস পুড়িয়ে দিয়েছে। ঘটনার সময় একটি খাবারের দোকানও লুট করা হয়।
গণমাধ্যমকে উগান্ডার সেনাবাহিনীর মেজর জেনারেল ডিক ওলুম বলেছেন, কিছু ছেলেকে পুড়িয়ে বা কুপিয়ে হত্যা করা হয়েছে। স্কুলের অন্যরা, যাদের বেশিরভাগই মেয়ে, তাদের অপহরণ করেছে উগ্রবাদীরা। সূত্র : বিবিসি
আমাদেরকাগজ/এইচএম