আন্তর্জাতিক ২৩ জুন, ২০২৩ ০৫:২১

বকেয়া টাকা চাওয়ায় শিক্ষককে গুলি করে পালাল ছাত্ররা! 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক : পাওনা টাকা চাওয়ায় শিক্ষকের ওপর গুলি চালায় এক ছাত্র। ঘটনাটি ঘটে ভারতের মধ্যপ্রদেশে ঘটে এ লোমহর্ষক ঘটনা। খবর এনডিটিভি  

জানা যায়, তিন বছর ধরে শিক্ষকের বেতন দেয় না ছাত্ররা। শিক্ষকও নাছোড়বান্দা। তিন বছর ধরে তাদের কাছে বেতন চেয়ে আসছেন ওই শিক্ষক। এতেই ক্ষিপ্ত হয়ে সুযোগ বুঝে সাবেক ওই শিক্ষকের ওপর গুলি চালায়।

ওই শিক্ষকের নাম গিরওয়ার সিং। তিনি একটি কোচিং সেন্টার পরিচালনা করেন। তাকে গুলি করার একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। ওই দুই ছাত্র কোচিং সেন্টারের শিক্ষককে কল করে দেখার করার জন্য আসতে বলে। এ সময় শিক্ষক কোচিং সেন্টার থেকে বের হয়ে তাদের সঙ্গে দেখা করতে আসেন। ছাত্র দুজন মোটরবাইকে বসা ছিল। শিক্ষক তাদের সঙ্গে কথা বলে যাচ্ছেন। কথা বলতে বলতে এক সময় সে উত্তেজিত হয়ে যায়।  

এ সময় কিছু বুঝে ওঠার আগেই ওই ছাত্ররা তাদের শিক্ষককে গুলি করে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।  

 

পুলিশ জানিয়েছে শিক্ষক গিরওয়ার সিং এর একটি কোচিং সেন্টার রয়েছে। যে দুজন ছাত্র তাকে গুলি করেছে তারা দ্বাদশ শ্রেণিতে থাকতে তার কাছে পাঠদান নিত। এ ঘটনা তিন বছর আগের।  

পুলিশ আরও জানায়, পাঠদান নেওয়ার সময় ওই ছাত্রদের কাছে কিছু টাকা বকেয়া ছিল। বকেয়া টাকা আদায়ের জন্য প্রায়ই ওই শিক্ষক তাদের চাপ দিতেন। এক পর্যায়ে তারা শিক্ষকের ওপর হামলা চালানোর পরিকল্পনা করে।  

গুলির পর আহত শিক্ষককে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ ওই দু ছাত্রকে গ্রেপ্তারের চেষ্টা করছে। এছাড়া কেন তাকে গুলি করা হয়েছে তার কারণ জানতে তদন্তে নেমেছে পুলিশ।  

আমাদেরকাগজ/এমটি