আন্তর্জাতিক ২৪ জুন, ২০২৩ ০৬:৫৯

ওয়াগনারের গাড়ি বহরে রাশিয়ার বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক: মস্কো অভিমুখী ভাড়াটে বাহিনী ওয়াগনারের গাড়ি বহরে হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক হেলিকপ্টার। ওয়াগনার সেনারা যেন মস্কোতে পৌঁছাতে না পারেন— সেজন্য তাদের সেনা বহরে হেলিকপ্টার থেকে গুলি ছোঁড়া হয়েছে। রয়টার্স জানিয়েছে, রাতারাতি দক্ষিণ রাশিয়ার শহর রোস্তভ-অন-ডন দখল করার পর ওয়াগনার বাহিনী দ্রুত মস্কোর দিকে যাচ্ছে।

রয়টার্সের একজন সাংবাদিক রুশ সেনাবাহিনীর হেলিকপ্টারগুলোকে একটি সশস্ত্র ওয়াগনার গাড়ি বহরে গুলি চালাতে দেখেছেন। এটি একটি ফ্ল্যাটবেড ট্রাকে সৈন্য বহন করছিল এবং কমপক্ষে একটি ট্যাঙ্ক নিয়ে ভোরোনেজ শহরের পাশ দিয়ে অগ্রসর হচ্ছিল।

এখন ওয়াগনার বাহিনী মস্কো থেকে ৬৮০ মাইল দূরে আছে।

বিবিসি বলছে, ‘রোস্তভ শহরের পর ভরোনেজ শহরের সব সামরিক স্থাপনা দখল করে নিয়েছে ওয়াগনারের সৈন্যরা। ভরোনেজ শহরটি রোস্তভ ও মস্কোর মাঝামাঝি স্থানে অবস্থিত।’

ভরোনেজ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার গুসেভ সতর্ক করে বলেছেন যে সৈন্যদের গতিবিধি নিয়ে অনেক ভুয়া খবর ছড়াচ্ছে।

তিনি বলেন, উগ্রবাদী তৎপরতার বিরুদ্ধে রাশিয়ার সামরিক বাহিনী ভরোনেজ অঞ্চলে সামরিক পদক্ষেপ নিচ্ছে।

মস্কোর চারদিকে নিরাপত্তা ব্যবস্থা অনেক জোরদার করা হয়েছে বলে জানা যাচ্ছে।

টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোশিন বলেন, তাদের ২৫ হাজার সৈন্য রাশিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করে মৃত্যুর জন্য প্রস্তুত রয়েছে। সূত্র : বিবিসি, আল-জাজিরা।


আমাদেরকাগজ/এইচএম