আন্তর্জাতিক ২৪ জুন, ২০২৩ ১০:১৪

শান্তিপূর্ণ সমাধানে প্রস্তুত তুরস্ক: এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ায় বিদ্রোহ ঘোষণা করেছে দেশটির বেসরকারি ভারাটে ওয়াগনার বাহিনী। এত দিন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করলেও এখন নিজ দেশের সেনাবাহিনীর বিরুদ্ধেই অবস্থান নিয়েছে তারা। এনিয়ে রাশিয়ায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে রাশিয়ায় শান্তিপূর্ণ সমাধানে তুরস্ক প্রস্তুত বলে জানিয়েছেন এরদোয়ান।

শনিবার (২৪ জুন) এ বিষয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন।

তুরস্কের প্রসিডেন্টের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এরদোয়ান সমস্যা সমাধানের ওপর গুরুত্ব দিয়েছেন।

এরদোয়ান আরও বলেন, রাশিয়ায় যে সমস্যা তৈরি হয়েছে তার শান্তিপূর্ণ সমাধানে রাশিয়া প্রস্তুত এবং তা যত দ্রুত সম্ভব করা হবে।


আমাদেরকাগজ/এইচএম