আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন যুদ্ধের আলোচনার মধ্যে হঠাৎ করে পুরো পরিস্থিতি বদলে গেছে রাশিয়ার। এতদিন রাশিয়ার হয়ে ইউক্রেনে সশস্ত্র যোদ্ধা করা ওয়াগনার বাহিনী এখন পুতিনেরই গলার কাঁটা হয়ে দেখা দিয়েছে। রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে অবস্থান নিয়ে রাজধানীর দিকে এগোচ্ছে ওয়াগনার বাহিনী। এমন অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্র্যাকার ওয়েবসাইটের বরাত দিয়ে কিছু ব্যবহারকারী জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবন থেকে বিশেষ বিমান উড়েছে। এরপরই রাশিয়ার প্রেসিডেন্টের অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
যদিও রাশিয়ার প্রকৃত চিত্র এখনো অজানা। তবে রাশিয়ার সংবাদ মাধ্যমসহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, মস্কোর নিরাপত্তা কঠোর করা হয়েছে। মহাসড়কে নিরাপত্তা বাহিনীর অবস্থানের বিভিন্ন ছবি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
তবে পুতিন এর বাসভবন ছাড়ার খবরকে গুজব বলছে ক্রেমলিন।
শনিবার এই জল্পনার ব্যাপারে পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বার্তা সংস্থা তাসকে বলেন, ‘পুতিন মস্কোয় আছেন এবং ক্রেমলিনে বসে কাজ করছেন।’
ফ্লাইটরাডার ট্র্যাকিং সার্ভিসের বরাতে নেটিজেনদের কেউ কেউ বলছেন, দেশের উত্তর-পশ্চিম অঞ্চলের উদ্দেশে মস্কো ছেড়েছে পুতিনের বিশেষ বিমান। এরপর উত্তর-পশ্চিমে টিভের শহরের কাছে ট্র্যাকিং সার্ভিস থেকে অদৃশ্য হয়ে যায় বিমানটি। তবে সেই বিমানে পুতিন ছিলেন কিনা তা জানা সম্ভব নয় বলে জানিয়েছে বিবিসি।
এ ছাড়া মস্কোর লেক ভালদাইতের বাড়িতে পুতিন অনেক সময় পার করে থাকেন। তবে সেখানেও তিনি স্থায়ীভাবে বসবাস করেন না।
আমাদেরকাগজ/এইচএম