আন্তর্জাতিক ২৫ জুন, ২০২৩ ০১:০৩

রক্তপাত এড়াতে মস্কোর দিকে যাওয়া বন্ধ করলো ওয়াগনার বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক: রক্তপাত এড়াতে রাশিয়ার রাজধানীর মস্কোর দিকে যাওয়া বন্ধ করেছে ওয়াগনার বাহিনী। বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো ভাড়াটে বাহিনী প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের সঙ্গে আলোচনার পর পিছু হটতে শুরু করে ওয়াগনার বাহিনী।

লুকাশেঙ্কোর প্রেস সার্ভিসের বরাতে রাশিয়া ২৪ জানিয়েছে, রাশিয়ার অভ্যন্তরে ওয়াগনার সেনাদের বিদ্রোহ যাত্রা বন্ধের বিষয়ে লুকাশেঙ্কোর প্রস্তাব গ্রহণ করেছেন প্রিগোজিন। একইসঙ্গে উত্তেজনা নিরসনে বেশকিছু পদক্ষেপও নিয়েছেন। 

বেলারুশের প্রেসিডেন্ট জানিয়েছেন, তিনি ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের সঙ্গে একটি ঐক্যমত্যে পৌঁছানোর বিষয়ে আলোচনা করেছেন। তবে প্রিগোজিন শর্ত দিয়েছেন যে, ওয়াগনারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

আলেকজান্ডার লুকাশেঙ্কোর প্রেসিডেন্ট কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, আলেকজান্ডার লুকাশেঙ্কো এবং প্রিগোজিন সারাদিন আলোচনা করেছে। এই সময়ে তারা রাশিয়ার ভূখণ্ডে সশস্ত্র বিদ্রোহ এবং রক্তপাত বন্ধে সম্ভাব্য শর্ত এবং করণীয় নিয়ে আলোচনা করেছেন।  ‘ইয়েভজেনি প্রিগোজিন রাশিয়ায় ওয়াগনারের সশস্ত্র সদস্যদের চলাফেরা বন্ধ করতে এবং উত্তেজনা কমাতে আরও পদক্ষেপ নেওয়ার বিষয়ে রাষ্ট্রপতি আলেকজান্ডার লুকাশেঙ্কোর প্রস্তাব গ্রহণ করেছেন।

লুকাশেঙ্কোর কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতে আরও বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সমন্বয় করেই এই আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আলোচনায় প্রিগোজিনকে ওয়াগনারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করাসহ সংকট নিরসনে একটি সুবিধাজনক প্রস্তাব দেয়া হয়েছিল।  


আমাদেরকাগজ/এইচএম