আন্তর্জাতিক ৪ জুলাই, ২০২৩ ০৯:৩৪

ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় নিহত ৮ 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ব্যাপক হামলার ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত হামলায় ৮ জন নিহতের খবর পাওয়া গেছে। এর আগে, ইসরায়েলি বাহিনী সোমবার (৩ জুন) রাত ১টায় জেনিনে এই হামলা শুরু করে ইসরায়েল। এতে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

তারা এই হামলাকে ‘বিশাল সন্ত্রাস-বিরোধী অভিযান’ হিসেবে দাবি করেছে। তবে ফিলিস্তিনিদের দাবি, সেখানে নৃসংসতা চালাচ্ছে ইসরায়েল।

জেনিনে হামলা চালাতে সোমবার ইসরায়েলিরা ১ থেকে ২ হাজার সেনা পাঠায়। তাদের সহায়তা করতে সাথে পাঠানো হয় সাঁজোয়া বুলেডোজার ও স্নাইপার। একইসঙ্গে ড্রোন ও যুদ্ধবিমান ব্যবহার করেছে তারা।

জেনিন শরণার্থী শিবিরে গত কয়েক মাস ধরে ঘন ঘন হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। তাদের দাবি, এখানে সশস্ত্র কার্যক্রম চালাচ্ছে ফিলিস্তিনিরা।

এর আগে ২০০২ সালে দ্বিতীয় ইনতিফাদার সময়, সর্বশেষবার জেনিনে একসঙ্গে সেনা ও আকাশ শক্তি ব্যবহার করে হামলা চালিয়েছিল ইসরায়েল। সেসময় ৫২ ফিলিস্তিনি ও ২৩ ইসরায়েলি সেনা নিহত হয়। সূত্র: দ্য গার্ডিয়ান

আমদেরকাগজ/এমটি