আন্তর্জাতিক ৮ জুলাই, ২০২৩ ০৫:৩৮

দেশ বিদ্রোহ ছিল ওয়াগনার প্রধানের পূর্বপরিকল্পনা, ছবি ভাইরাল

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: রাশিয়ার ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগিন প্রিগোজিনের কিছু ছবি প্রকাশ করে গোয়েন্দা সংস্থা। এর আগে, ওয়াগনার বাসভবনে গত শুক্রবার অভিযান চালায় গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। এ সময় তার সেন্ট পিটার্সবার্গ শহরে অবস্থিত প্রিগোজিনের এ বাড়ি থেকে বেশ কিছু জিনিসপত্র জব্দ করেন তারা। এ সময় উদ্ধার করা হয় কিছু পরচুলা ও নকল দাড়ি। 

এ অভিযান শেষে প্রিগোজিনের কিছু ছবি প্রকাশ করে গোয়েন্দা সংস্থা। এতে দেখা যায়, নকল দাড়ি পরে ছদ্মবেশ ধরেছেন ওয়াগনার প্রধান। তার সেসব ছবি ইতোমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে।

প্রথমে মনে করা হয়েছিল, প্রিগোজিনকে হাসির পাত্র বানাতে এডিট করে এসব ছবি প্রকাশ করা হয়েছে। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান শনিবার (৮ জুলাই) এক প্রতিবেদনে জানিয়েছে, ছবিগুলো আসল এবং এগুলো প্রিগোজিনের ব্যক্তিগত অ্যালবাম থেকে উদ্ধার করা হয়েছে।

একটি ছবিতে দেখা যাচ্ছে, ওয়াগনার বস লিবিয়ান ন্যাশনাল আর্মির পতাকার সামনে সামরিক পোশাক ও নকল লম্বা দাড়ি লাগিয়ে দাঁড়িয়ে আছেন। ছবিটি কোনো একটি বিমান ঘাঁটিতে তোলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে গত ২৩ জুন নিজের সেনাদের নিয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন ইয়েভগিনি প্রিগোজিন। ইউক্রেন থেকে প্রায় ২৫ হাজার সেনা নিয়ে এদিন রাশিয়ায় প্রবেশ করেন তিনি। তবে ওই দিনই বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় বিদ্রোহ থামিয়ে দেন তিনি।

এরপর প্রিগোজিন কিছু সময়ের জন্য চলে যান বেলারুশে। পরবর্তীতে তিনি আবারও রাশিয়ার ফিরে যান বলে জানান লুকাশেঙ্কো।

প্রিগোজিনের বাড়ি থেকে ছদ্মবেশধারী যেসব ছবি উদ্ধার করা হয়েছে সেগুলো বিদ্রোহ শুরুর আগে।

আমাদেরকাগজ/এমটি