আন্তর্জাতিক ৯ জুলাই, ২০২৩ ০৬:২৬

বিবিসির উপস্থাপকের হাতে কিশোরীর ‘যৌনতাপূর্ণ ছবি’

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক : সম্প্রতি অভিযোগ উঠেছে, অর্থের বিনিময়ে কিশোরীর যৌনতাপূর্ণ ছবি নিয়েছেন এক বিবিসির তারকা উপস্থাপক। আর বিবিসির এক মুখপাত্র বলেছেন, তারা বিষয়টি তদন্ত করছেন। ঘটনা সূত্রে জানা যায়, ওই উপস্থাপক কিশোরীর কাছ থেকে তিন বছর ধরে অর্থের বিনিময়ে তার যৌনতাপূর্ণ ছবি নিয়েছেন। 

ওই কিশোরীর মায়ের অভিযোগের বরাতে যুক্তরাজ্যেরর সংবাদমাধ্যম দ্য সান একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এরই মধ্যে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, অর্থের বিনিময়ে ওই উপস্থাপক কিশোরীর কাছ থেকে ছবি নিয়েছেন। তিনি ২০ বছরের কিশোরীকে সবমিলিয়ে ৩৫ হাজারের বেশি পাউন্ড দিয়েছেন।

কিশোরীর মা শুক্রবার সানকে জানিয়েছেন, যৌনতাপূর্ণ ছবির জন্য বিবিসির উপস্থাপক তার কিশোরী মেয়েকে অর্থ দিয়েছেন। মেয়ের ফোনে তার অন্তর্বাস পরা ছবি দেখে তিনি বিষয়টি স্পষ্ট হয়েছেন। তিনি বলেন, আমি ওই তারকা উপস্থাপককে টিভিতে দেখতে পছন্দ করি। হঠাৎ তার বাসায় ছোফাতে শুধু অন্তর্বাস পরা ছবি দেখে তাকে আামি চিনতে পেরেছি। খুব মর্মাহত হয়েছি।

কিশোরীর মা অভিযোগ করেন, একটি ছবিতে তিনি ওই উপস্থাপককে তার মেয়ের প্রতি যৌনতার ইঙ্গিত করা দেখতে পান। মেয়েও বলেছে, তাকে কিছু যৌনতাপূর্ণ ছবি সে পাঠিয়েছে।

সান বলছে, অভিযুক্ত এখন বিবিসির কোনো অনুষ্ঠান উপস্থাপন করছেন না। তবে তার বিরুদ্ধে তদন্ত চললেও তাকে এখনও চাকরিচ্যুত করা হয়নি।

ওই কিশোরীর মা বলেছেন, জুনেও মেয়ে আমাকে বলেছে, এক হাজার পাউন্ড পেয়েছে সে। আমরা এর তদন্ত চাই না। শুধু বিবিসিকে বলব, তাকে থামান।

তবে অভিযুক্ত উপস্থাপক সামাজিক যোগাযোগমাধ্যমে এই অভিযোগ অস্বীকার করেছেন। 

আমাদেরকাগজ/এমটি