আন্তর্জাতিক ১০ জুলাই, ২০২৩ ০১:৪৫

চীনে কিন্ডারগার্টেনে ছুরিকাঘাতে ছয়জন নিহত 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংদং প্রদেশে একটি কিন্ডারগার্টেনে ছুরিকাঘাতে ছয়জন নিহত ও একজন আহতের ঘটনা ঘটেছে। আজ সোমবার বার্তাসংস্থা এএফপি গনগর প্রশাসনের এক মুখপাত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

মুখপাত্র জানান, 'নিহতদের মধ্যে ১ শিক্ষক, ২ অভিভাবক ও ৩ শিক্ষার্থী রয়েছে।'

লিয়ানজিয়াং শহরে এই হামলার ঘটনা ঘটে। নিহতদের পরিচয় বা বয়স, হামলায় ব্যবহৃত অস্ত্র সম্পর্কে বিস্তারিত তথ্য দেননি মুখপাত্র।

তিনি বলেন, 'এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।' তিনি আরও জানান, পুলিশী তদন্ত চলছে।

এদিকে অনলাইনে একটি  ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কিন্ডারগার্টেনের ফটকের কাছে কমপক্ষে দুজন পড়ে আছে।

পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

চীনের সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে শীর্ষ ট্রেন্ডিং টপিকে পরিণত হয়েছে ছুরি হামলার ঘটনাটি। সোমবার দুপুর নাগাদ টপিকটির ভিউ হয়েছে ২৫ কোটির বেশি।

আমাদেরকাগজ/এমটি