আন্তর্জাতিক ১৫ জুলাই, ২০২৩ ০৬:০১

ইতালির ১০টি শহরে রেড অ্যালার্ট জারি 

ছবি - সংগৃহীত (অনলাইন)

ছবি - সংগৃহীত (অনলাইন)

আমাদের কাগজ ডেস্ক: গরমে স্থবির জনজীবন। ইউরোপের দক্ষিণাঞ্চল ও উত্তর পশ্চিম আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চলে চলছে তীব্র তাপপ্রবাহ। ১৭৪ বছরের ইতিহাসে সবচেয়ে উষ্ণ ছিল এ বছরের জুন মাস। আর যেন থামার কোন নাম নেই। গ্রীষ্মকালীন গরমে পুড়ছে বিশ্ব। 

অতিরিক্ত গরমে ইউরোপের বেশকিছু এলাকার তাপমাত্রা শিগগির চল্লিশ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। গরমের কারণে ইতালির অন্তত দশটি শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

ইউরোপের দক্ষিণাঞ্চল এবং উত্তর-পশ্চিম আফ্রিকার বেশ কিছু দেশে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। অতিরিক্ত গরমে নাকাল জনজীবন। আগামী দিনে তাপমাত্রার সব রেকর্ড ভাঙতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, স্পেন, ফ্রান্স, গ্রীস, ক্রোয়েশিয়া এবং তুরস্কের কিছু অংশে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।

ইউরোপের দেশ ইতালিতে তাপমাত্রা ৪৮ ডিগ্রির উপরে পর্যন্ত পৌঁছতে পারে বলছে কর্তৃপক্ষ। রোম, বোলোগনা এবং ফ্লোরেন্সসহ দেশটির ১০টি শহরে রেড অ্যালার্ট সতর্কতা জারি করা হয়েছে।

উত্তর ইতালিতে তীব্র গরমে ৪৪ বছর বয়সের এক শ্রমিক নিহত হয়েছেন। গরমের মধ্যে রাস্তায় ক্রসিং লাইনে পেইন্টিং কাজ করার সময় অচেতন হয়ে পড়েন ওই শ্রমিক। পরে হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়।

ইতালিতে বসবাসরত একজন বলছেন, এখানে খুব গরম। যদিও এখানে দেখার মতো অনেক জিনিস রয়েছে, গরমের কারণে সব অসহ্য মনে হচ্ছে। বছরের এই সময়ে এখানে না আসার অনুরোধ করছি। যারা ব্লাড প্রেশার বা অন্যান্য শারীরিক সমস্যায় ভুগছেন এখানে তাদেরকে খুব অসুবিধায় পড়তে হচ্ছে।

আরেকজন বলছেন, গরমের কারণে খুব কষ্ট করতে হচ্ছে। আমার লো ব্লাড প্রেশারের কারণে সমস্যা আরও বেড়েছে। এই গরম খুব ভয়ঙ্কর। বাইরে বের হলে অবশ্যই ছাতা এবং পর্যাপ্ত পানি নিয়ে বের হওয়ার অনুরোধ করছি।

আগামী কয়েকদিন আবহাওয়ার চরম পরিস্থিতি অব্যাহত থাকবে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতালিয়ান আবহাওয়া অফিস এই পরিস্থিতিকে সেরবেরাস হিটওয়েভ নামকরণ করেছে। নরকের তিন মাথার একটির নামানুসারে এই নামকরণ করা হয়েছে।

প্রসঙ্গত, এ বছরের জুন মাস ছিল গেল ১৭৪ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণতম মাস। জুন মাসের বৈশ্বিক গড় তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫৫ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা মাসটির আগের সর্বোচ্চ তাপমাত্রার চেয়ে শূন্য দশমিক ১৩ ডিগ্রি সেলসিয়াস বেশি।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন এ তথ্য জানিয়েছে। ১৮৫০ সাল থেকে বিশ্বে তাপমাত্রার রেকর্ড রাখছে প্রতিষ্ঠানটি।

আমাদেরকাগজ/এমটি