আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে প্রাণঘাতী হামলার কারণে আফগানিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী।
শুক্রবার পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী পাকিস্তানের দক্ষিণ বেলুচিস্তান প্রদেশে একটি সেনা ঘাঁটিতে উগ্রবাদীদের হামলার পর ৯ সৈন্য নিহত হয়েছে এবং বুধবার ওই এলাকায় গুলি বিনিময়ে আরও তিনজন নিহত হয়েছে।
এরপর পাকিস্তানি কর্তৃপক্ষ বলেছে, উগ্রবাদীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া বন্ধ না করলে ইসলামাবাদ ‘কার্যকর ব্যবস্থা’ গ্রহণ করবে।
দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনির বলেছেন, তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপির জন্য আফগানিস্তানের তালেবান সরকার দেশটিতে অভয়াশ্রম গড়ে দিয়েছে। অতীতে আফগান সীমান্তবর্তী পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে চালানো উগ্রবাদী হামলার দায় স্বীকার করেছে টিটিপি।
এরপর পাকিস্তানের সেনাপ্রধান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “এ ধরনের হামলা সহ্য করা হবে না। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এর বিরুদ্ধে কঠোর ও কার্যকর ব্যবস্থা নেবে।’
রয়টার্সের প্রতিবেদন অনুসারে, ‘পাকিস্তানের সেনাবাহিনী বলেছে যে আফগানিস্তানে নিরাপদ আশ্রয় খুঁজে পেয়েছে উগ্রবাদীরা। এ কারণে তারা উদ্বিগ্ন। দুই উগ্রবাদী হামলায় ১২ পাকিস্তানি সেনা নিহত হওয়ায় দেশটি পাল্টা ব্যবস্থার হুমকি দিয়েছে।’
সূত্র : রয়টার্স, টিআরটি
আমাদেরকাগজ/এইচএম