আন্তর্জাতিক ১৫ জুলাই, ২০২৩ ০৭:০৩

দক্ষিণ কোরিয়ায় বন্যা ও ভূমিধসে ২২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ায় ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় ২২ জন নিহত হয়েছে। এছাড়াও এখন পর্যন্ত আরও ১৪ নিখোঁজ। শনিবার স্বরাষ্ট্র ও নিরাপত্তাবিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

দেশটির স্বরাষ্ট্র ও নিরাপত্তাবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে ৪ হাজার ৭৬৩ জনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার সকালের দিকে বাঁধ উপচে নর্থ চুংচেং প্রদেশের পানি ঢুকে পড়েছে।

প্রদেশের কর্তৃপক্ষের মতে, স্থানীয় সরকারের পক্ষ থেকে লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার আদেশ জারি করা হয়েছে। এই আদেশের পর ৭ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে।

কোরিয়ার আবহাওয়া প্রশাসনের পূর্বাভাসে বলা হয়েছে, রোববার কোরীয় উপদ্বীপে আরও ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। যে কারণে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কোরিয়া রেলরোড করপোরেশন বলেছে, তারা দেশজুড়ে সব ধরনের ধীরগতির ট্রেন ও কিছু বুলেট ট্রেনের যাত্রী পরিবহন স্থগিত করেছে। অন্যান্য বুলেট ট্রেনের যাত্রীসেবাও বিলম্বিত হতে পারে। ভূমিধস, রেললাইনে বন্যার পানি ও পাথর সরে যাওয়ায় নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। যে কারণে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র: রয়টার্স।


আমাদেরকাগজ/এইচএম