আন্তর্জাতিক ১৭ জুলাই, ২০২৩ ০৩:৫৯

আর্জেন্টিনায় ৬ দশমিক ৪ মাত্রার ভয়াবহ ভূমিকম্প 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে আর্জেন্টিনায়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আর্জেন্টিনার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ নিউকুইনের লংকোপু শহরের কাছে, ভূপৃষ্ঠের ১৭১ দশমিক ৪ কিলোমিটার গভীরে। 

জানা যায়, এ সময় আর্জেন্টিনার ওই শহরটিতে ৬ দশমিক ৪ মাত্রার এই শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে।  ভূমিকম্পে হতাহতের বিষয়ে এখনো কিছু জানা যায়নি। চিলির ৬০০ কিমি এলাকা জুড়ে এ কম্পন অনূভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় রবিবার মধ্যরাতের পরপরই ভূমিকম্পটি অনুভূত হয়।

সূত্র: রয়টার্স

 


আমাদেরকাগজ/এমটি