আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) ও প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) অবমাননার মামলায় দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ইসিপি।
দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ বলছে, ইসলামাবাদ ক্যাপিটাল টেরিটরি (আইসিটি) পুলিশকে দেশটির নির্বাচন কমিশনের অবমাননার মামলায় জারি করা এই পরোয়ানা বাস্তবায়নের বাধ্যবাধকতা পালন করতে বলা হয়েছে।
নির্বাচন কমিশনকে অবমাননার অভিযোগে দায়ের করা মামলার শুনানিতে ইমরান খান ধারাবাহিকভাবে অনুপস্থিত রয়েছেন। যে কারণে ক্ষুব্ধ হয়ে ইমরানকে গ্রেপ্তার করে আগামীকাল (মঙ্গলবার) নির্বাচনী নজরদারি এই সংস্থার সামনে হাজির করতে ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছে ইসিপি।
ইসিপি বারবার তলব করলেও দেশটির সাবেক এই প্রধানমন্ত্রী সময় ও শারীরিক অসুস্থতার অজুহাতে শুনানিতে অংশ নেওয়া থেকে বিরত রয়েছেন।
গত বছর দেশটির নির্বাচন কমিশন ও সিইসির বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহারের অভিযোগে পিটিআই প্রধানসহ দলটির সাবেক মহাসচিব আসাদ উমর ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফাওয়াদ চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করে ইসিপি।
সূত্র: জিও নিউজ, ডন।
আমাদেরকাগজ/এইচএম