আন্তর্জাতিক ডেস্ক: নিয়োগের সাত মাসের মাথায় চীনের পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে কিন গ্যাংকে। তার জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও চীনা কমিউনিস্ট পার্টির পররাষ্ট্র বিভাগের প্রধান ওয়াং ই।
চীনের স্থানীয় সময় মঙ্গলবার দেশটির সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সিএনএন। চীনের পররাষ্ট্র নীতিতে এটিকে বড় পরিবর্তন বলে বর্ণনা করেছে সংবাদমাধ্যমটি।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শিনহুয়ার খবরে বলা হয়েছে, চীনের রাবার-স্ট্যাম্প সংসদের শীর্ষ সিদ্ধান্ত গ্রহণকারী কর্তাব্যক্তিরা পররাষ্ট্রমন্ত্রী পরিবর্তনের এই পদক্ষেপে ভোট দেন।
তবে তাকে সরিয়ে দেয়ার কোনো কারণ জানায়নি সংবাদমাধ্যমটি।
কিন গ্যাং প্রায় এক মাস লোকচক্ষুর অন্তরালে থাকার পর হঠাৎ করেই এমন সিদ্ধান্ত নিল চীন। গত ২৫ জুন তাকে সর্বশেষ দেখা গিয়েছিল।
যুক্তরাষ্ট্রে চীনা রাষ্ট্রদূত হিসেবে সংক্ষিপ্ত দায়িত্ব পালনের পর ২০২২ সালের ডিসেম্বরে চীনের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান কিন। পররাষ্ট্রমন্ত্রী পদে নিযুক্ত হওয়ার পর থেকে তাকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিশ্বস্ত সহযোগী হিসেবে দেখা হচ্ছিল।
আমাদেরকাগজ/এইচএম