আন্তর্জাতিক ২৬ জুলাই, ২০২৩ ০৬:১৬

নির্বাচনে জয়ের তিনদিনের মধ্যে পদত্যাগ করলেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: কম্বোডিয়ার দীর্ঘ ৩৮ বছর ধরে ক্ষমতায় থাকা নেতা হুন সেন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে পদত্যাগ করে তার ছেলের কাছে হস্তান্তর করবেন বলে জানিয়েছেন।

বুধবার (২৬ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

কম্বোডিয়ায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় রোববার। শক্তিশালী প্রতিপক্ষহীন একতরফা সাধারণ নির্বাচনে দেশটির ক্ষমতাসীন প্রধানমন্ত্রী জয়ের দাবি করেছেন। এরপরই দেশটির বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে দেশটিতে কিছু বিদেশি সহায়তা কর্মসূচিও স্থগিত করছে ওয়াশিংটন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কম্বোডিয়ায় প্রায় চার দশক ধরে শাসন করছেন তিনি। অনেকটা কর্তৃত্ববাদী হয়ে উঠেছেন। বিতর্কিত নির্বাচনে একতরফা বিজয়ে তার বিরুদ্ধে প্রতিবাদের আওয়াজ তুলেছে দেশটির বেশিরভাগ মানুষ। আর ক্ষমতায় দেখতে চান না তারা। অনেকে ব্যালট পেপার ছিঁড়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। তার জ্যেষ্ঠ ছেলে সেনা কমান্ডার দীর্ঘদিন ক্ষমতায় আসার পথ চেয়েছিলেন। হুন সেনের পদত্যাগের সেই পথ পরিষ্কার হয়ে গেল।

হুন সেন রাষ্ট্রীয় টেলিভিশনে বুধবার এক ঘোষণায় বলেন, আমার ছেলে আগামী ১০ আগস্ট প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবে। জনগণকে কাছ থেকে বোঝার জন্য প্রধানমন্ত্রী হয়ে আর থাকতে চাই না। তিনি ক্ষমতায় থাকলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে পারে, এই শঙ্কা থেকে পদত্যাগ করেছেন বলেও মন্তব্য করেন।

গত রোববার দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। শক্তিশালী প্রতিপক্ষহীন একতরফা ওই নির্বাচনে ভূমিধস জয়ের দাবি করে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী হুন সেনের রাজনৈতিক দল কম্বোডিয়া পিপলস পার্টি (সিপিপি)। সমালোচকরা দেশটির এবারের সাধারণ নির্বাচনকে ‘ব্যাপক প্রতারণা’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছেন। এমনকি দেশটির শক্তিশালী কোনও বিরোধী দল এই নির্বাচনে অংশ নেয়নি। আর যারা নির্বাচনে অংশ নিয়েছেন তাদের হুন সেনের সিপিপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সক্ষমতাও নেই।

 
আমাদেরকাগজ/এইচএম