সারাদেশ ৩০ জুলাই, ২০২৩ ০৫:৫২

বাগানে মিলল তরুণের ঝুলন্ত মরদেহ

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় একটি ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে,  শনিবার রাত ১০টার দিকে রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয় নিহত মান্না মিয়া (১৮) নামের ওই তরুন। পরিবারের দাবি, পরে বাড়ি না ফিরলে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে। রোববার সকালে বাড়ির পাশে কাঠবাগানে ঝুলন্ত অবস্থায় মান্নার মরদেহ দেখতে পায় তাকে। 

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেন। আজ রোববার দুপুরে উপজেলার বগারচর ইউনিয়নের ঘাসিরপাড়া মণ্ডলপাড়া গ্রামে কাঠবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মান্না মিয়া ওই এলাকার আসলাম মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে বাড়ির পাশে কাঠবাগানে ঝুলন্ত অবস্থায় মান্নার মরদেহ দেখতে পার স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরে জানা যাবে এটি আসলে হত্যা না আত্মহত্যা।

আমাদেরকাগজ/এমটি