??????? ৩০ জুলাই, ২০২৩ ০৬:০২

স্বামী খুঁজতে এসে শ্বশুর-শাশুড়ির বেধড়ক পিটুনি খেয়ে হাসপাতালে তরুণী

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপেুরের সাগর মিয়া (২৭) নামের যুবককে বিয়ে করেন নেত্রকোনার জেলার এক তরুণী (২২)। মোবাইল ফোনে প্রেম করে তাদের বিয়ে হয়। কিন্তু বিয়ের ৩ বছর সংসার চলাকালে উধাও হয় প্রেমিক সাগর। অবশেষে সেই স্বামীর গ্রামের বাড়িতে ছুটে আসে মেয়েটি। এসময় শ্বশুর-শাশুড়িসহ সাগরের পরিবারের শারীরিক নির্যাতনের শিকার ও বেধড়ক পিটুনি খেয়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

রোববার (৩০ জুলাই) দুপুরে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিছানায় চিকিৎসাধীন অবস্থায় দেখা যায়, নির্যাতিতা তরুণীকে। তার সঙ্গে কথা বলতে চাইলে অঝড়ে কাঁদতে থাকে। তার মোবাইল ফোনটি কেবা কারা নিয়েছে বলে জানায় এই তরুণী।      

খোঁজ নিয়ে জানা যায়, সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের সাখাওয়াত হোসেন ছাকার ছেলে সাগর মিয়ার সঙ্গে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ঘুজিরকুনা ইউনিয়নের শালুয়াকন্দা গ্রামের তরুণীর সঙ্গে মোবাইল ফোনে পরিচয় হয়। এরপর একে-অপরের প্রেম-ভালোবাসায় ৩ বছর আগে গাজীপুরে বিয়ে করে তারা। সেখানে দু’জনে পোশাক কারখানায় চাকরি নিয়ে দাম্পত্য জীবন কাটাচ্ছিল। এরই মধ্যে প্রায় ৪ মাস আগে মেয়েটিকে রেখে সাগর মিয়া উধাও হয়। দীর্ঘদিন ধরে দুজনের সাক্ষাত না হওয়ায় বাধ্য হয়ে গত ২৫ জুলাই বিকেলে সাগরের সন্ধানে গ্রামের বাড়ি সাদুল্লাপুরের বিষ্ণপুরে ছুটে আসে মেয়েটি। সেখানে তার শ্বশুর-শাশুড়ি ও ননদসহ পরিবারের অন্যান্য লোকজন ৫ লাখ টাকা যৌতুক দাবি করে। তাদের দাবিকৃত টাকা দিতে অস্বীকার করায় তাকে পিটিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয় তারা।

এরপর রাত হওয়ার কারণে স্থানীয়দের সহায়তা পাশের এক বাড়িতে নিরাপদে আশ্রয় দেওয়া হয়। সেখানে দুইদিন অবস্থান করার পর গত ২৭ জুলাই এলাকার গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে মেয়েকে তার বাবার বাড়ি যেতে বলা হয়। তাদের কথামতে মেয়েটি বের হলে এরই মধ্যে শ্বশুর ছাকা, শাশুরি বিজলী বেগমসহ সাগরের পরিবারের আরও অনেকে তাকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান স্থানীয়রা। এ কমপ্লেক্সে যখমী যন্ত্রণায় ৩ দিন ধরে কাতরাচ্ছে ভুক্তভোগি মেয়েটি।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, এ ঘটনাটি লোকমুখে শুনেছি। মেয়েটি সম্ভবত হাসপাতালে রয়েছে। শুরুতে যেখানে ঘটনা (গাজীপুরে), সেখানে আইনি সহায় নিতে পারবেন মেয়েটি।


আমাদেরকাগজ/এইচএম