??????? ৩০ জুলাই, ২০২৩ ০৬:৩২

শপিংব্যাগে মিললো নবজাতক, হাসপাতালে মৃত্যু

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: বগুড়ার শিবগঞ্জে শপিংব্যাগের ভেতর থেকে এক মেয়ে নবজাতক উদ্ধার হয়েছে। এর আগে কে বা কারা বাড়ির সামনে শপিংব্যাগ ফেলে রেখে যায়। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ এই ঘটন্স নিশ্চিত করেন। 

জানা যায়, নবজাতক উদ্ধার উদ্ধারের পর আজ রোববার সকালে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ অ্যান্ড রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এরও আগে শনিবার দিনগত রাত ২টার দিকে উপজেলার মহাস্থান গড় বানারসি গ্রামের বাসিন্দা আলিমুদ্দিনের বাড়ির সদর দরজার সামনে শপিংব্যাগ থেকে ওই নবজাতককে উদ্ধার করে পুলিশ।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, জন্মের পর জীবিত ওই নবজাতককে ফেলে রেখে যায়। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ নবজাতকটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। রোববার সকালে তার মৃত্যু হয়।

আমাদেরকাগজ/এমটি