আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় এক রাজনীতিকসহ অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও অর্ধশতাধিকের বেশি মানুষ। স্থানীয় সরকারি কর্মকর্তারা গণমাধ্যমকে এ তথ্য দেন।
সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, রোববার খাইবার পাখতুনখোয়ার বাজুয়ার বিভাগে এ সম্মেলনের আয়োজন করা হয়। ওই বিভাগের জরুরি কর্মকর্তা সাদ খান হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ) স্থানীয় নেতা খারের আমির জিয়াউল্লাহ জানও রয়েছেন।
বিস্ফোরণে ৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা। তিনি আরও জানান, আহতদের তিমরগাড়া ও পেশোয়ারে স্থানান্তর করা হচ্ছে।
আহতদের মধ্যে একজন জিও নিউজের ক্যামেরাম্যান সামিউল্লাহ রয়েছে এবং তাকে লোয়ার দিরের জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। কারণ তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সমাবেশের ভিতরে বোমা বিস্ফোরণটি ঘটেছে বলে জানা গেছে এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো এলাকাটি ঘিরে রেখেছে। পুলিশ এখনও বিস্ফোরণের কারণ নিশ্চিত করতে পারেনি। সূত্র : জিও নিউজ, ডন
আমাদেরকাগজ/এইচএম