??????? ৩১ জুলাই, ২০২৩ ০৩:২০

বাবার সামনে পানি দেওয়ার গাড়ির চাকায় পিষ্ট ছেলে

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় পাকা সড়কে পানি দেওয়ার কাজে ব্যবহিত একটি গাড়ির চাকায় পিষ্ট হয়ে এক কিশোর  শ্রমিক মারা গেছে। বেলা ১১টায় কেন্দুয়া পৌরসভার ছয়আনি এলাকার ওই সড়কে এ ঘটনা ঘটে।আজ সোমবার কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহত ব্যক্তি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার আব্দুল বারেকের ছেলে সুমন মিয়া (১৩)।

জানা গেছে, আব্দুল তার ছেলেকে নিয়ে কেন্দুয়া-নেত্রকোণা সড়কের নির্মাণ কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান রিড কনস্ট্রাকশনের কাজ করতে যান। আব্দুল রোলার চালক হিসেবে কাজ করে ও তার ছেলে সুমন শ্রমিকের কাজ করেন। সোমবার বেলা ১১টায় সড়কটির ছয়আনি আল খায়রুল অটোরাইস মিল সংলগ্নস্থানে তারা কাজ করছিল। পরে সড়কে পানি দেওয়ার একটি গাড়ির নিচে সুমন চাপা পড়ে। এ সময় তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন জানান, সোমবার দুপুরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদেরকাগজ/এমটি