??????? ৩১ জুলাই, ২০২৩ ০৬:০৯

হাওরে ঘুরতে গিয়ে বুয়েটের ৩৪ শিক্ষার্থী আটক

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ৩৪ শিক্ষার্থী ও নৌকার চালকসহ ৩৬ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (৩০ জুলাই) বিকেল ৪টায় তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের নতুনবাজার পাটলাই নদী দিয়ে ট্যাকেরঘাট পর্যটন এলাকায় যাওয়ার পথে তাদের আটক করা হয়। তবে কী কারণে বা কোনো অপরাধে তাদের আটক করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া আটকদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপও নেয়নি তাহিরপুর থানা পুলিশ।

জানা যায়, তাহিরপুর উপজেলা বাজারের নৌকাঘাট থেকে রোববার সকাল ৭টায় একটি নৌকায় করে বুয়েটের ৩৪ শিক্ষার্থী টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যান। হাওরে ঘোরার পর দুপুরের দিকে পাটলাই নদী দিয়ে ট্যাকেরঘাট পর্যটন এলাকায় যাওয়ার পথে নতুনবাজারের সামনে নৌকাটি আসলে পুলিশের দুটি স্পিডবোট সেটি থামিয়ে চালক আহাদুল মিয়া, মুহাদ্দিস মিয়াসহ বুয়েটের ৩৪ শিক্ষার্থীকে আটক করে থানায় নিয়ে যায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সোমবার (৩১ জুলাই) বিকেল পৌনে ৪টায় আটক শিক্ষার্থীরা পুলিশ হেফাজতে ছিলেন।

তাহিরপুর নৌকা মালিক সমিতির সভাপতি শাহিনুর তালুকদার বলেন, রোববার বিকেলে নৌকার দুজন চালকসহ বুয়েটের ৩৪ শিক্ষার্থীকে আটক করে থানা নেওয়া হয়। কী কারণে তাদের আটক করা হয়েছে তা জানতে চাইলে কোনো উত্তর দেননি ওসি। তিনিসহ দায়িত্বশীলরা বলছেন, পরে জানাবেন। কিন্তু দিন গড়িয়ে রাত পেরিয়ে দুপুর হলো এখনো তাদের আটক রাখা হয়েছে।

এ বিষয়ে জানতে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেনের সরকারি নম্বরে রোববার রাত থেকে কয়েকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

তবে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস বলেন, ৩৪ পর্যটককে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে। নাশকতার সন্দেহে তাদের আটক করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি নিয়ে আমরা যাচাই-বাছাই করছি। পরে বিস্তারিত জানানো হবে। 

আমাদেরকাগজ/এইচএম