??????? ১ আগস্ট, ২০২৩ ১০:৪৬

ডোবায় পড়ে ভাই-বোনের মৃত্যু 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: নেত্রকোণার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নে ডোবায় পড়ে চাচাতো ভাই-বোনের মৃত্যুর খবর পাওয়া গেছে।  এ সময় নিহত তোফায়েল (৩)ও আফরোজা(৫) বাড়ির সামনে খেলা করছিল বলে জানা গেছে। আজ মঙ্গলবার কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (৩১ জুলাই) সন্ধ্যায় ওই ইউনিয়নের সন্ধ্যাহালা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু হলেন, সন্ধ্যাহালা গ্রামের আলাল উদ্দিনের মেয়ে ও আরেক জন মো. কমল মিয়ার ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাইবোন।

স্থানীয়রা জানান, সোমবার বিকেলে তোফায়েল ও আফরোজা বাড়ির সামনে খেলা করছিল। পরে সবার অগোচরে একই দিন সন্ধ্যার দিকে বাড়ির সামনের ডোবায় পড়ে যায়। এ সময় খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির সামনের ডোবায় দুই শিশুর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে ডোবা থেকে তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, সোমবার সন্ধ্যায় ডোবায় দুই শিশুর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা উদ্ধার করেছে।

আমাদেরকাগজ/এমটি