??????? ১ আগস্ট, ২০২৩ ১১:০৭

মেঘনা নদীতে লাইটার জাহাজডুবি 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: চট্টগ্রাম থেকে সিরামিকের কাঁচা মালামাল নিয়ে ঢাকায় নেওয়ার পথে এমভি ওয়াটার হ্যাভেন-২ নামের একটি লাইটার জাহাজ ডুবির খবর পাওয়া গেছে। এ সময় জাহাটি তলা ফেটে নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে ডুবে যায় বলে জানান সংশ্লিষ্টরা। 

সূত্র বলছে, জাহাজটি থেকে ১২ নাবিকে উদ্ধার করেছে স্থানীয় জেলেরা। আজ মঙ্গলবার নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ অমিত সাহা এ তথ্য নিশ্চিত করেছেন। 

আর আগে সোমবার (৩১ জুলাই) বিকেলে হাতিয়ার সুখচর ইউনিয়ন পার্শ্ববর্তী মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। তবে জাহাজটিতে ১ হাজার ৭০০ টন সিরামিকের গুঁড়া ছিল। জানা যায়, জাহাজের মাস্টার মো. ইলিয়াস জানান, চট্টগ্রাম থেকে সিরামিকের কাঁচা মালামাল নিয়ে জাহাজটি ঢাকা যাচ্ছিল। হাতিয়া উপজেলার কাছে এলে ইঞ্জিন রুমের নিচের তলা ফেটে পানি ঢুকে জাহাজটি ডুবে যায়।

ইনচার্জ অমিত সাহা বলেন, জাহাজের মালিক আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ডুবন্ত জাহাজটি উদ্ধার না হওয়া পর্যন্ত নদীতে নৌ-পুলিশের তত্ত্বাবধানে থাকবে। চট্টগ্রাম থেকে উদ্ধারকারী জাহাজ এনে এটি উদ্ধারের ব্যবস্থা করা হবে।

আমাদেরকাগজ/এমটি