??????? ১ আগস্ট, ২০২৩ ১১:২৪

ফুটবল খেলতে নেমে আওয়ামী লীগ নেতার মৃত্যু 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নে তীব্র গরমে হিটস্ট্রোকে এক আওয়ামী লীগ নেতার মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার বিকেল সাড়ে ৫টায় ওই এলাকায় খেলোয়াড়দের নিয়ে ফুটবল খেলতে নামেন গোলজার। 

আজ মঙ্গলবার কুপতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (৩১ জুলাই) সন্ধ্যায় ওই ইউনিয়নের হাজির বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নে খেলার সময় হিটস্ট্রোকে সাবেক এই আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়।

মৃত ব্যক্তি উপজেলার কুপতলা ইউনিয়নের গোডাউন বাজার এলাকার মৃত লাল মিয়ার ছেলে। তিনি কুপতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ক্রীড়া সম্পাদক ছিলেন।

স্থানীয়রা জানান, কিছুক্ষণ খেলার পর তিনি হঠাৎ মাঠেই লুটিয়ে পড়েন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস এম তানভীর রহমান জানান, সোমবার সন্ধ্যায় ফুটবল খেলার সময় তীব্র গরমে হিটস্ট্রোক করে মারা যান গোলজার।

আমাদেরকাগজ/এমটি